১ মিনিটে যেকোনো ওয়েবসাইটে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাওয়ার সিক্রেট উপায়

হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমাদের সাইটের নতুন আরো একটি পোস্টে আপনাকে জানাই স্বাগতম।

Google adsense approval trick
Google adsense approval trick

আপনি হয়তো ব্লগিং কি তা জানেন এবং হয়তো ব্লগিং শুরু করবেন ভাবছেন কিংবা হয়তো শুরুও করে দিয়েছেন । ব্লগিং শুরু করার পরে দেখছেন আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিচ্ছেনা । ফলে আপনার আর্নিং টাও হচ্ছে না ।


এদিকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন এবং ভিজিটর আপনার সাইটে আসছে । কিন্তু গুগোল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল না পাওয়ার কারণে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করতে পারছেন না । কিন্তু চিন্তিত হবেন না এর সমাধান আমি আপনাকে আমার এ পোস্টের মাধ্যমে দেব এবং নিমিষের মধ্যেই আপনি এই সমস্যাটির সমাধান করে ফেলতে পারবেন ।


বর্তমানে যেমনটা আমরা দেখছি যে, গুগল অ্যাডসেন্স পাওয়া টা অনেক কষ্টের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে । ওয়েবসাইটে কপি মুক্ত পোস্ট থাকার পরেও আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাচ্ছিনা । এখানে আমি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল না পাওয়ার কথা বলছি । 


হয়তো আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর আসছে । কিন্তু অ্যাডসেন্সে অ্যাপ্রভাল না পাওয়ার জন্য ইনকাম করতে পারছেন না । কিন্তু আপনি কি জানেন গুগল এডসেন্স ছাড়াও অনেক ধরনের এডসেন্স রয়েছে । 


যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন এবং অবাক করা বিষয় এটাই যে সেই এডসেন্স গুলোতে কোন ধরনের অ্যাপ্রুভাল পেতে হয়না । আপনি শুধুমাত্র আপনার ওয়েবসাইটটি সেই এডসেন্সে সাবমিট করলেই তারা আপনাকে আপনার ওয়েবসাইটে এড বসিয়ে দেবে ।


হ্যাঁ, বন্ধুরা । আমি সেরকমই একটি এড নেটওয়ার্ক এর কথা বলছি যেটা নাম হলো A-ads । আজকে আমি আমার এই আর্টিকেলে দেখাবো কিভাবে আপনি a-ads ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন মাত্র 1 মিনিটে এবং ভিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন ।

A-ads ব্যবহার করে কি গুগল এডসেন্স এর মত আর্নিং করা যাবে?

এর উত্তরে প্রথমেই আমি বলব, না । গুগল এডসেন্স হলো বিশ্বের সবথেকে বড় এড নেটওয়ার্ক । যার কারণে গুগল এ্যাডসেন্স পাওয়ারটা বর্তমানে অনেক কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । 


তবে আমি যে এড নেটওয়ার্কটির কথা বলছি সেটিতে বর্তমানে গুগল এডসেন্স এর চেয়ে কম ইনকাম হলেও আপনার জন্য সেই ইনকামটা পর্যাপ্ত হবে বলে আমি মনে করি । 


কারণ আপনার ওয়েবসাইটে যদি একটি মিনিমাম পরিমাণ ভিজিটর থাকে তাহলে আপনি ইচ্ছা করলে সেখান থেকে প্রায় প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে মজার বিষয় এটাই A-ads ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে কোন ধরণের পোস্ট না রাখলেও চলবে । আপনি চাইলে কপি পোস্ট করেও আপনার ওয়েবসাইট টা থেকে ইনকাম করতে পারবেন এবং কপি পোস্ট করলেও আপনি আপনার ওয়েবসাইটটি থেকে টাকা ইনকাম করতে পারবেন a-ads এর মাধ্যমে ।


A-ads থেকে মনিটাইজেশন পেতে কি কি লাগবে ?

A-ads থেকে মনিটাইজেশন পেতে হলে আপনার কোন কিছু দরকার নেই । শুধু দরকার একটি ওয়েবসাইট । যেটা হোক ওয়ার্ডপ্রেসে কিংবা ব্লগারে । আপনি চাইলে ব্লগারের ফ্রিতে blogspot.com ডোমেইন দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেই ওয়েবসাইটটিকে a-ads ব্যবহার করে ইনকাম করতে পারবেন । 


এখানে আপনার কোন ধরনের কনটেন্ট দরকার নেই । আপনি যদি কোন কন্টেন্ট না লেখেন তবুও মনিটাইজ পাবেন এবং এক মিনিটের মধ্যে পাবেন । আপনার ওয়েবসাইটে যদি কোন ভিজিটর না থেকেও থাকে তাও আপনি সেখান থেকে অ্যাড নিয়ে ইনকাম করতে পারবেন । কারণে গুগল এ্যাডসেন্স এর মতো তেমন কোনো নীতিমালা এইখানে নেই ।


A-ads থেকে এডসেন্স এর চেয়ে দ্বিগুণ ইনকামের উপায়

আমরা জানি গুগল এডসেন্স থেকে ইনকাম এর জন্য অবশ্যই ওয়েবসাইটে ভালো ট্রাফিক থাকতে হবে এবং সেই ট্রাফিক গুলোকে অবশ্যই গুগল থেকে আসতে হবে । কারণ সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসলে গুগল এডসেন্স ডিজেবল কিংবা লিমিট হয়ে যায় । 


কিন্তু A-ads এর সবচেয়ে বড় সুবিধা হল যে আপনি সোশ্যাল মিডিয়া থেকেও যদি ট্রাফিক নেন তবুও আপনার a-ads একাউন্টের কোন ধরনের কোন সমস্যা হবে না । 


এই ক্ষেত্রে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে প্রতিদিন 10 হাজার থেকে 20 হাজার ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং আপনি যদি 10 হাজার থেকে 20 হাজার ভিজিটর আপনার সাইটে নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনার ওয়েবসাইটে আপনি প্রতিদিন মিনিমাম এক হাজার থেকে দের হাজার টাকা ইনকাম করতে পারবেন ।


কিভাবে A-ads থেকে এক মিনিটে অ্যাপ্রভাল পাবেন

আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে, এই এড নেটওয়ার্কটি থেকে এক মিনিটের মধ্যে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাওয়া যাবে । অর্থাৎ এখানে কোন ধরনের এপ্লাই কিংবা অ্যাপ্রুভাল এর সমস্যাটা নেই । 


আপনি আপনার ওয়েব সাইটের লিংকটি সেখানে সাবমিট করলেই এই ওয়েবসাইটটি অর্থাৎ এড নেটওয়ার্কটি আপনাকে ওদের এড কোডটি দিয়ে দেবে এবং সেই এড কোডগুলো আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন ঠিক গুগল এডসেন্স এর মত করেই । 


তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এই ওয়েবসাইটটিতে একাউন্ট করবেন এবং a-ads থেকে এড কোড গুলো আপনার ওয়েবসাইটে বসানোর জন্য নেবেন ।


1. এর জন্য আপনি আপনার মোবাইলে কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে টাইপ করবেন a-ads.com । তারপর আপনি সাইটটিতে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন ।



2. এই হোমপেজের ডানদিকে-উপরে একটি মেনু বাটন দেখতে পাবেন । সেই মেনু বাটন এ ক্লিক করবেন ।


3. মেনু বাটনে ক্লিক করলে আপনি নিচের স্ক্রীনশট এর মত কয়েকটি অপশন দেখতে পাবেন । সেই অপশনগুলো থেকে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন ।


4. সাইন আপ বাটনে ক্লিক করলে নিচের স্ক্রীনশট এর মত একটি পেজ দেখতে পাবেন । সেই পেজে আপনার ই-মেইল এড্রেসটি লিখবেন এবং I am not a robot লেখাতে টিক মার্ক দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন ।


5. তারপর আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে । সেখান থেকে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড টাইপ করবেন । তারপর কনফার্ম পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন ।


6. এরপর আপনার সামনে আপনার একাউন্টের ডাস্টবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং সেই ডাস্টবোর্ড থেকে ওপরের মেনু বাটনে আবার ক্লিক করবেন ।


7. মেনু বাটনে ক্লিক করার পর আপনার সামনে আবারও অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে । সেখান থেকে আর্ন বাটনে ক্লিক করবেন ।

8. গুগোল অ্যাডসেন্সে যেমন ad unit তৈরি করার সময় একটি ডাস্টবোর্ড ওপেন হয়, সেরকম এখানেও একটি ডাস্টবোর্ড ওপেন হয়ে যাবে । এবার সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন এবং আপনি কোন ধরনের এড আপনার ওয়েবসাইটের রাখতে চান সেগুলো সিলেক্ট করবেন । সাথে আপনি কোন সাইজের এড আপনার সাইটে ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করবেন । তারপর ক্যাপচা পুরন করে ক্রিয়েট অ্যাড ইউনিট লেখায় ক্লিক করবেন ।


9. এরপর নিচের স্ক্রীনশট এর মত একটি পেজ দেখতে পাবেন এবং সেখানে আপনি আপনার কাঙ্খিত এড কোড টি দেখতে পাবেন । এরপর কোডটি কপি করবেন ।

এরপর কপি করা কোডটি আপনি আপনার সাইটে ব্যবহার করতে পারবেন । যেভাবে গুগল এডসেন্সের এড ওয়েবসাইট ব্যবহার করতে হয় ঠিক তেমনিভাবেই এই অ্যাড কোডগুলোকেও আপনি আপনার ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। 

আপনার ওয়েব সাইটের যেকোন জায়গায় এবং যে কোন পোস্টে আপনি এড কোড গুলো ব্যবহার করতে পারবেন এবং সেই ভাবে আপনার ওয়েবসাইটে এই অ্যাডগুলো শো করবে ।

এছাড়াও গুগল এডসেন্সের যেমন একটি ড্যাশবোর্ড রয়েছে । সেখানে আপনার গুগোল অ্যাডসেন্সের পেজভিউ, সিপিসি এবং আপনার মোট ইনকাম দেখতে পান । ঠিক সেরকমই এই ওয়েবসাইটেও আপনি আপনার মেইন ডাস্টবোর্ডে এই রিপোর্ট গুলো দেখতে পাবেন ।


আমি আগেও বলেছি এখনও বলছি আপনি চাইলে এই ওয়েবসাইটটি থেকে এড নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া ট্রাফিক দিয়েও ইনকাম করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট নাও থাকে তবুও আপনি এই ওয়েবসাইটটি থেকে এডসেন্স পাবেন অর্থাৎ অ্যাপ্রুভাল পাবেন ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url