মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা Android Apps
বর্তমানে আমরা সবাই কার্টুন ভিডিও দেখতে প্রচুর ভালোবাসি । তা হোক আমাদের বাড়ির ছোট শিশুরা কিংবা আমার আপনার মত যুবকেরা ।
বর্তমানের এই জনপ্রিয়তার মধ্যে অনেকে কার্টুন ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে । আপনারা হয়তো জানেন যে ইউটিউবে ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার মাধ্যমে আর্নিং করা যায় ।
এই ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে কার্টুন ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করতে পারবেন । বর্তমানে কার্টুন ভিডিওর চ্যানেল গুলো অনেকাংশে গ্রো করছে ।
যার ফলে অনেকেই ইউটিউব ক্যারিয়ারকে বেছে নিয়েছে তার কার্টুন বানর দক্ষতার জন্য । আসলে কার্টুন হতে হলে অবশ্যই দক্ষতার প্রয়োজন ।
কিন্তু এমন কিছু সফটওয়্যার কিংবা অ্যাপস বর্তমান যুগে রয়েছে যে আপনি কোন দক্ষতা ছাড়াই শুধুমাত্র চর্চার মাধ্যমেই কার্টুন ভিডিও তৈরি করতে শিখে নিতে পারবেন ।
হ্যাঁ, বন্ধুরা আজকে আমরা আমাদের এই পোষ্টে আলোচনা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে । এবং আপনি চাইলে সে কার্টুন ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে আপলোড করে ।
মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা কি সত্যিই সম্ভব?
যারা এতক্ষণ ধরে আমার উপরের কথাগুলো শুনেছেন তারা হয়তো এখন কেউ কেউ বলছেন যে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায় ।
আবার কেউ কেউ মনে করছেন যে এই সব ফেক । শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়ে কোনমতেই একটা পুরো কার্টুন ভিডিও তৈরি করা যায় না ।
কিন্তু আমি বলব আপনি একদম ভুল ভাবছেন । শুধুমাত্র আপনি আপনার এই স্মার্টফোনটি দিয়েই একটি প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র কিছু সময় দিয়ে ।
এক্ষেত্রে আপনার কোন দক্ষতারও প্রয়োজন হবে না, কোনো বিশেষ কোর্স এরও প্রয়োজন হবে না । শুধুমাত্র টিউটোরিয়াল দেখে আপনি অ্যাপস গুলো দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন ।
যাইহোক, এবার আমরা জেনে নেই যে কোন কোন অ্যাপ রয়েছে যেগুলো আমাদের কার্টুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে এবং একটি প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও আমরা তৈরি করতে পারবো ।
কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করব
আজকে আমি আপনাকে যে এপস গুলোর সাথে পরিচয় করিয়ে দিব সেগুলোর দ্বারা আপনি ফ্রিতে প্রফেশনাল লেভেলের কার্টুন তৈরি করতে পারবেন ।
এক্ষেত্রে আপনাকে কোন কোর্স করে কার্টুন বানানো শিখতে হবে না । আপনি অ্যাপস ওপেন করা মাত্রই এপস থেকে আপনাকে প্রথমত কার্টুন ভিডিও তৈরি করার টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে । টিউটরিয়াল ভিডিওগুলো দেখে আপনারা প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন ।
এছাড়াও বর্তমানে ইউটিউবে অনেক কার্টুন মেকিং ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেগুলোর কয়েকটা ভিডিও দেখলে আপনি কার্টুন ভিডিও তৈরি করার পুরো প্রক্রিয়াটা দেখে নিতে পারবেন । সেক্ষেত্রে এপস ভেদে টিউটোরিয়াল গুলো আলাদা হতে পারে ।
তবে আপনি ভিন্ন ভিন্ন অ্যাপসের জন্য ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল অ্যাপ গুলোর মধ্যে এবং ইউটিউবে আলাদাভাবেই পেয়ে যাবেন ।
এছাড়াও যদি আমার দেওয়া অ্যাপস গুলোর মধ্যে কোন অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে গিয়ে কোন ধরনের সমস্যায় পরেন, তবে অবশ্যই আমার এই পোষ্টের কমেন্ট বক্সে জানাবেন । আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজন পড়লে আমি সেই বিষয় নিয়ে পুরো আরো একটি আর্টিকেল লিখে ইনসাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ।
মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপস (Top Cartoon Maker Android Apps)
বর্তমানে প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কার্টুন এনিমেশন কিংবা কার্টুন ক্যারেক্টার বানানো যায় ।
কিন্তু আমরা আমাদের এই পোস্টে আলোচনা করব যে কোন কোন অ্যাপস রয়েছে যেগুলো আপনাকে একদম প্রফেশনাল লেভেলের একটি কার্টুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে । সবচেয়ে বড় বিষয় হলো এগুলোর মধ্যে কোনটিকে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না ।
আপনারা ফ্রিতে এগুলোকে ইন্সটল করতে পারবেন আপনার এন্ড্রয়েড ফোনে । অ্যাপস গুলোর ভেতরে প্রায় প্রচুর ক্যারেক্টর রয়েছে । রয়েছে প্রচুর স্পোর্ট ।
এছাড়াও আরো কত কি! কিন্তু এগুলোতে আরো অনেক ফিচার্স রয়েছে যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হতে পারে । কিন্তু আপনি যদি একজন বেসিক কার্টুন মেকার হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি নতুন কার্টুন ভিডিও তৈরি করতে শিখেন তাহলে আপনার সেগুলো দরকার নেই ।
যেই ক্যারেকটার ও স্থান গুলো ঐ এপস গুলোতে ফ্রিতে পাওয়া যায়, আপনি শুধু সেগুলোই ইউজ করে প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন ।
ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করার সেরা পাঁচটি অ্যাপ :--
- Flipaclip
- Draw cartoons
- Toontastic
- Animate IT
- Plotagon Story (best animated story creator)
তো চলুন এবার এই পাঁচটি অ্যাপস নিয়ে বিস্তারিত জেনে নেই
1. Flipaclip
প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমি যে অ্যাপস গুলো এ পর্যন্ত ব্যবহার করেছি তার মধ্যে আমার দেখা সবচেয়ে ভালো অ্যাপস হল Flipaclip । এর দ্বারা থ্রিডি এনিমেশন (3D Animation) তৈরি করা যায় ।
এই এপস দিয়ে অ্যানিমেশনকে সুন্দর ভাবে হাঁটাচলা করা যায়, বিভিন্ন কাজকর্ম করানো যায় এবং পুরো একটি গল্প তৈরি করা যায় এই অ্যাপসের মাধ্যমে ।
এছাড়াও এই এপ্সটি তে আপনারা পাবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন । এক্ষেত্রে আপনার বড় সুবিধা হল আপনি চাইলে যেকোন অ্যানিমেশন ইচ্ছামত বানিয়েও নিতে পারেন এবং সেই এনিমেশন বা ক্যারেকটার টিকে নিয়ে ইচ্ছামত গল্পে কার্টুন সাজাতে পারেন ।
পরবর্তীতে কার্টুন কে আপনি স্পোর্ট করে আপনার মেমোরী কার্ডে সেভ করতে পারেন । আপনি চাইলে সরাসরি অ্যাপস থেকে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কার্টুন ভিডিও আপলোড করতে পারেন ।
এই এপসটি সম্পূর্ণ ফ্রি । কিন্তু কিছু ফিচার্স রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে । কিন্তু সাধারণভাবে একটি কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনি ফ্রিতে একটি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন ।
আপনি চাইলে প্লে স্টোর থেকে অ্যাপসটি বিনামূল্যে এখনই ইন্সটল করে । সাথে, এই এপস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার টিউটোরিয়াল গুলো দেখতে পারেন এবং সে অনুযায়ী কার্টুন ভিডিও তৈরি করতে পারেন ।
2. Draw Cartons
এই আপেও ঠিক একই রকম । এইখানেও কোন কোডিং কিংবা কোন ধরনের কম্পিউটার গ্রাফিক্স ছাড়াই আপনি শুধুমাত্র আপনার স্মার্টফোনটি দিয়ে একই নিয়মে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন ।
এখানে আপনি প্রতিটি গল্পের জন্য আলাদা আলাদা ক্যারেক্টার পাবেন এবং সেই ক্যারেক্টারগুলোকে দিয়ে আপনি পুরো একটা গল্প সাজাতে পারবেন ।
এইখানেও কার্টুন বানানো শেষ হয়ে গেলে আর নেই সেটিকে আপনার মেমোরী কার্ডে সেভ করতে পারবেন এবং ইচ্ছামতো জায়গায় শেয়ার করতে পারবেন । এই অ্যাপের মধ্যে কিছু প্রিমিয়াম ভার্সনও রয়েছে । আপনার চাইলে সে প্রিমিয়াম ক্যারেক্টারগুলোকে কিংবা স্পট গুলো কিনে নিতে পারেন ।
এতে আপনারা চাইলে এই অ্যাপটির premium .apk ভার্সনটা গুগল থেকে ইনস্টল করে নিতে পারবেন । যার ফলে আপনাকে আর টাকা দিয়ে কোন কিছু কিনতে হবে না । আগে থেকেই সকল প্রিমিয়াম ফাংশন গুলো আনলক করা থাকবে ।
এই অ্যাপটি দ্বারা থ্রিডি এনিমেশন তৈরি করা না গেলেও আপনি আপনার মনের মত করে কার্টুন গল্প তৈরি করতে পারবেন । অনেক বড়-বড় ইউটিউব চ্যানেল বর্তমানে আছে, যারা এই অ্যাপটি ব্যবহার করে প্রতিনিয়ত কার্টুন ভিডিও তৈরি করছে ।
আপনি চাইলে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন । এছাড়াও যারা নতুন তাদের জন্য এই cartoon maker android app টি খুব উপকারী । কারণ এই অ্যাপের ভেতর সকল ফাংশন বেসিক লেভেলের রয়েছে । যদিও এর কার্যকারিতা প্রফেশনাল লেভেলের মত ।
আপনি চাইলে এখনই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ থেকে ইন্সটল করতে পারে আপনার এন্ড্রয়েড ফোনে ।
3. Toontastic
যখন অ্যান্ড্রয়েড ফোনের কথাই বলছি তখন Toontastic এর কথা না বললেই নয় । কার্টুন মেকিং-এর জন্য বর্তমান সময়ের একটি জনপ্রিয় অ্যাপ এটি ।
যদিও অনেক দিন থেকে এই অ্যাপটি অনেকে ব্যবহার করে আসছে তবে বর্তমান সময়ে এসে এর জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে ।
বেসিক লেভেলের হলেও এই অ্যাপটি ব্যবহার করে একটি কার্টুন স্টরি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে । এক্ষেত্রে কার্টুন বানানোর সময় আপনি চাইলে নিজের ভয়েস একজাস্ট মেন্ট করতে পারবেন । যে কোন ক্যারেক্টার ওইখান থেকে সিলেক্ট করতে পারবেন কিংবা আপনি চাইলে নিজেও ক্যারেক্টর তৈরী করতে পারবেন ।
আপনি চাইলে আপনার মেমোরী কার্ডে কার্টুন ভিডিও সেভ করতে পারবেন । চাইলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন ।
এই অ্যাপ এর মধ্যেও কিছু প্রিমিয়াম ভার্সন রয়েছে । আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার কার্টুন কে করবে আরো আকর্ষণীয় ।
কিন্তু যদি বেসিক লেভেল এর কার্টুন ডিজাইনার হয়ে থাকেন তাহলে প্রথমত আপনি ফ্রি ভার্সন টাই ট্রাই করতে পারেন ।
অ্যাপটির ফ্রী ভার্শন বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে । আপনারা চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটির নাম লিখে এখনই এই অ্যাপটি আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করতে পারেন ।
এই অ্যাপ এর টিউটোরিয়াল গুলো দেখে আপনি নিজে বানিয়ে ফেলতে পারবেন একটি পুরো কার্টুন স্টরি ।
4. TweenCraft
TweenCraft নামটি হয়তো আপনার নতুন শুনছেন না । কারন আপনারা যদি এর আগে কার্টুন মেকিং টিউটোরিয়াল সম্পর্কে কোন ধরনের রিসার্চ করে থাকেন, হোক গুগোল কিংবা ইউটিউবে । তাহলে আপনারা অবশ্যই TweenCraft এর সাথে পরিচিত ।
যদিও আপনারা এটার সাথে পরিচিত হলেও হয়তোবা এই অ্যাপটি ব্যবহার করে দেখেনি । কিন্তু আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে দেখেছি । এই অ্যাপটি একটি হাই কোয়ালিটি কার্টুন ভিডিও বানাতে সাহায্য করে । কিন্তু আমি এই অ্যাপটিকে চান নাম্বারে রেখেছি কারণ এই অ্যাপটিতে যে সমস্যাটা বারবার আমাকে বিরক্ত করেছিল সেটা হলো মোবাইল হ্যাং হয়ে যাওয়া ।
কারণ নরমাল কোয়ালিটির মোবাইল গুলোতে, যেগুলোতে Ram রয়েছে 3gb এর নিচে, সেই ফোন গুলোতে এই অ্যাপটি একটু সমস্যা করবে । এছাড়াও আরেকটি প্রধান সমস্যা হলো এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে ।
আপনারা চাইলে TweenCraft এপটি ব্যবহার করতে পারেন কারন এই অ্যাপ এর দ্বারা হাই কোয়ালিটি কার্টুন তৈরি করা যায় । যদিও এই অ্যাপটিতে আপনি নিজে থেকে কোন ক্যারেকটার তৈরি করতে গেলে অনেক এডভান্স লেভেলের কাজও জানতে হয় ।
তাই আমি বলব যদি আপনার বেসিক লেভেলের ডিজাইনার হয়ে থাকেন তাহলে প্রথমত উপরে আমার দেওয়া অ্যাপস গুলো দিয়ে কার্টুন তৈরি শিখুন । তারপর যখন সেগুলোতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন এই অ্যাপটি দিয়ে কার্টুন বানানোর চেষ্টা করবেন ।
এতে করে আপনি প্রথমেই বিরক্ত হয়ে যাবেন না আমার মতো বরং ধীরে ধীরে উপরের দিকে উঠলে আপনি নিজেও নিজের দক্ষতা টা বুঝতে পারবেন । তাই আপনারা চাইলে এখনও আপনার এন্ড্রয়েড ফোনে এই অ্যাপটা ইন্সটল করে রাখতে পারেন ।
5. Plotagon Story
আপনারা জেনে অবাক হবেন যে এই অ্যাপটির জনপ্রিয়তা বাংলাদেশ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে । ইতিমধ্যেই অনেক বড় বড় ইউটিউবাররা এই অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করেছে এবং বাংলাদেশের মানুষের ব্যাপক ভালোবাসা অর্জন করছে ।
তেমনি একটি ইউটিউব চ্যানেলের উদাহরণ বগুড়ার আড্ডা । এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার আনুমানিক তিন লক্ষ । খুব তাড়াতাড়ি চ্যানেলটি জনপ্রিয়তা অর্জন করেছে এবং ওই চ্যানেলের প্রতিটি ভিডিও তৈরি করা হয়েছে এই অ্যাপটি দ্বারা ।
তাই আপনি যদি ইউটিউবকে প্রফেশনাল ভাবে নিতে চান শুধুমাত্র আপনার স্মার্টফোনের মাধ্যমে তাহলে আপনি চাইলে এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন ।
হাস্য-রসিকতা মূলক কার্টুন ভিডিও তৈরি করার জন্যই এই অ্যাপটি বাংলাদেশের বহুল জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু আমাদের দেশের বাইরের দেশগুলোতে এই অ্যাপটি দিয়ে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক কার্টুন তৈরি করা হয়ে থাকে । এমনকি বড় বড় কম্পানিতে প্রেজেন্টেশনের ক্ষেত্রেও এই কার্টুন মেকার অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে ।
এই এপটির কিছু বিশেষ ইতিবাচক ফিচারস গুলো হলো: আপনি ইচ্ছামত ক্যারেকটার তৈরি করতে পারবেন, ইচ্ছামত স্পোর্ট নিতে পারবেন এবং ক্যারেক্টারকে ইচ্ছামত কর্মে নিয়োজিত করতে পারবেন । আপনারা চাইলে এই অ্যাপের কিছু প্রিমিয়াম ফিচার কিনে নিতে পারেন ।
তবে প্রথমত আপনি ফ্রি ভার্সন গুলো নিয়ে কাজ শুরু করেন । পরবর্তীতে যখন আপনি ইউটিউব জগতে সফলতা অর্জন করতে পারবেন, তখন বাকি প্রিমিয়াম ফিচারস গুলো পারচেস করবেন বলে আমার নির্দেশনা থাকবে ।
আপনি চাইলে এই অ্যাপটি এখনই স্টোর থেকে ডাউন লোড করতে পারেন এবং এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন ।
শেষ কথা
আশা করি আপনি হয়তো আমার এই পুরো আর্টিকেলটি পড়েছেন এবং হয়তোবা এ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পেরেছেন যে কোন অ্যাপটি আপনি কার্টুন তৈরি করার জন্য ব্যবহার করবেন ।
আপনারা যদি আমার মতামত শুনতে চান তাহলে আমি বলব উপরে দেওয়া পাঁচটি অ্যাপই আপনারা ব্যবহার করে দেখতে পারেন । কারণ কোন অ্যাপে খারাপ নয় । তবে যদি আমাকে বিশেষভাবে বলতে বলেন তাহলে আমি বলব platogan story অ্যাপটা ব্যবহার করতে । বিশেষ করে বেসিক লেভেল এর জন্য ।
কারণ এই অ্যাপটি দিয়ে আপনারা একদম অ্যাডভান্স লেভেলের কার্টুন তৈরি করতে পারবেন ।
এই কথা আমি বলছি কারন আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করেছি এবং অনেক দিন যাবত এই অ্যাপটি দিয়ে কার্টুন বানিয়ে কাজ করেছি । তাই আমার অভিজ্ঞতা থেকে বললাম । আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন ।
বন্ধুরা, আশা করি আমার এই আর্টিকেলটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন । যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ।
আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব । সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন এবং AllAcquire.xyz এর সাথে থাকুন ।
আর হ্যাঁ, পরবর্তী আর্টিকেলটি কি সম্পর্কিত পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন । আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করব । আসসালামু আলাইকুম ।