মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা Android Apps

বর্তমানে আমরা সবাই কার্টুন ভিডিও দেখতে প্রচুর ভালোবাসি । তা হোক আমাদের বাড়ির ছোট শিশুরা কিংবা আমার আপনার মত যুবকেরা । 


বর্তমানের এই জনপ্রিয়তার মধ্যে অনেকে কার্টুন ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে । আপনারা হয়তো জানেন যে ইউটিউবে ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার মাধ্যমে আর্নিং করা যায় । 

এই ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে কার্টুন ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করতে পারবেন । বর্তমানে কার্টুন ভিডিওর চ্যানেল গুলো অনেকাংশে গ্রো করছে ।

যার ফলে অনেকেই ইউটিউব ক্যারিয়ারকে বেছে নিয়েছে তার কার্টুন বানর দক্ষতার জন্য । আসলে কার্টুন হতে হলে অবশ্যই দক্ষতার প্রয়োজন ।

কিন্তু এমন কিছু সফটওয়্যার কিংবা অ্যাপস বর্তমান যুগে রয়েছে যে আপনি কোন দক্ষতা ছাড়াই শুধুমাত্র চর্চার মাধ্যমেই কার্টুন ভিডিও তৈরি করতে শিখে নিতে পারবেন । 

হ্যাঁ, বন্ধুরা আজকে আমরা আমাদের এই পোষ্টে আলোচনা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে । এবং আপনি চাইলে সে কার্টুন ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে আপলোড করে ।

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা কি সত্যিই সম্ভব?
যারা এতক্ষণ ধরে আমার উপরের কথাগুলো শুনেছেন তারা হয়তো এখন কেউ কেউ বলছেন যে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায় । 

আবার কেউ কেউ মনে করছেন যে এই সব ফেক । শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়ে কোনমতেই একটা পুরো কার্টুন ভিডিও তৈরি করা যায় না । 

কিন্তু আমি বলব আপনি একদম ভুল ভাবছেন । শুধুমাত্র আপনি আপনার এই স্মার্টফোনটি দিয়েই একটি প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র কিছু সময় দিয়ে । 

এক্ষেত্রে আপনার কোন দক্ষতারও প্রয়োজন হবে না, কোনো বিশেষ কোর্স এরও প্রয়োজন হবে না । শুধুমাত্র টিউটোরিয়াল দেখে আপনি অ্যাপস গুলো দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন । 

যাইহোক, এবার আমরা জেনে নেই যে কোন কোন অ্যাপ রয়েছে যেগুলো আমাদের কার্টুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে এবং একটি প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও আমরা তৈরি করতে পারবো ।

কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করব
আজকে আমি আপনাকে যে এপস গুলোর সাথে পরিচয় করিয়ে দিব সেগুলোর দ্বারা আপনি ফ্রিতে প্রফেশনাল লেভেলের কার্টুন তৈরি করতে পারবেন । 

এক্ষেত্রে আপনাকে কোন কোর্স করে কার্টুন বানানো শিখতে হবে না । আপনি অ্যাপস ওপেন করা মাত্রই এপস থেকে আপনাকে প্রথমত কার্টুন ভিডিও তৈরি করার টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে । টিউটরিয়াল ভিডিওগুলো দেখে আপনারা প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন । 

এছাড়াও বর্তমানে ইউটিউবে অনেক কার্টুন মেকিং ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেগুলোর কয়েকটা ভিডিও দেখলে আপনি কার্টুন ভিডিও তৈরি করার পুরো প্রক্রিয়াটা দেখে নিতে পারবেন । সেক্ষেত্রে এপস ভেদে টিউটোরিয়াল গুলো আলাদা হতে পারে । 

তবে আপনি ভিন্ন ভিন্ন অ্যাপসের জন্য ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল অ্যাপ গুলোর মধ্যে এবং ইউটিউবে আলাদাভাবেই পেয়ে যাবেন ।

এছাড়াও যদি আমার দেওয়া অ্যাপস গুলোর মধ্যে কোন অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে গিয়ে কোন ধরনের সমস্যায় পরেন, তবে অবশ্যই আমার এই পোষ্টের কমেন্ট বক্সে জানাবেন । আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজন পড়লে আমি সেই বিষয় নিয়ে পুরো আরো একটি আর্টিকেল লিখে ইনসাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ।

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপস (Top Cartoon Maker Android Apps)
বর্তমানে প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কার্টুন এনিমেশন কিংবা কার্টুন ক্যারেক্টার বানানো যায় ।

কিন্তু আমরা আমাদের এই পোস্টে আলোচনা করব যে কোন কোন অ্যাপস রয়েছে যেগুলো আপনাকে একদম প্রফেশনাল লেভেলের একটি কার্টুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে । সবচেয়ে বড় বিষয় হলো এগুলোর মধ্যে কোনটিকে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না । 

আপনারা ফ্রিতে এগুলোকে ইন্সটল করতে পারবেন আপনার এন্ড্রয়েড ফোনে । অ্যাপস গুলোর ভেতরে প্রায় প্রচুর ক্যারেক্টর রয়েছে । রয়েছে প্রচুর স্পোর্ট । 

এছাড়াও আরো কত কি! কিন্তু এগুলোতে আরো অনেক ফিচার্স রয়েছে যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হতে পারে । কিন্তু আপনি যদি একজন বেসিক কার্টুন মেকার হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি নতুন কার্টুন ভিডিও তৈরি করতে শিখেন তাহলে আপনার সেগুলো দরকার নেই । 

যেই ক্যারেকটার ও স্থান গুলো ঐ এপস গুলোতে ফ্রিতে পাওয়া যায়, আপনি শুধু সেগুলোই ইউজ করে প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন ।

ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করার সেরা পাঁচটি অ্যাপ :--
  1. Flipaclip 
  2. Draw cartoons 
  3. Toontastic 
  4. Animate IT 
  5. Plotagon Story (best animated story creator)

তো চলুন এবার এই পাঁচটি অ্যাপস নিয়ে বিস্তারিত জেনে নেই

1. Flipaclip


প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমি যে অ্যাপস গুলো এ পর্যন্ত ব্যবহার করেছি তার মধ্যে আমার দেখা সবচেয়ে ভালো অ্যাপস হল Flipaclip । এর দ্বারা থ্রিডি এনিমেশন (3D Animation) তৈরি করা যায় ।

এই এপস দিয়ে অ্যানিমেশনকে সুন্দর ভাবে হাঁটাচলা করা যায়, বিভিন্ন কাজকর্ম করানো যায় এবং পুরো একটি গল্প তৈরি করা যায় এই অ্যাপসের মাধ্যমে । 

এছাড়াও এই এপ্সটি তে আপনারা পাবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন । এক্ষেত্রে আপনার বড় সুবিধা হল আপনি চাইলে যেকোন অ্যানিমেশন ইচ্ছামত বানিয়েও নিতে পারেন এবং সেই এনিমেশন বা ক্যারেকটার টিকে নিয়ে ইচ্ছামত গল্পে কার্টুন সাজাতে পারেন । 

পরবর্তীতে কার্টুন কে আপনি স্পোর্ট করে আপনার মেমোরী কার্ডে সেভ করতে পারেন । আপনি চাইলে সরাসরি অ্যাপস থেকে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কার্টুন ভিডিও আপলোড করতে পারেন । 

এই এপসটি সম্পূর্ণ ফ্রি । কিন্তু কিছু ফিচার্স রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে । কিন্তু সাধারণভাবে একটি কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনি ফ্রিতে একটি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন ।

আপনি চাইলে প্লে স্টোর থেকে অ্যাপসটি বিনামূল্যে এখনই ইন্সটল করে । সাথে, এই এপস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার টিউটোরিয়াল গুলো দেখতে পারেন এবং সে অনুযায়ী কার্টুন ভিডিও তৈরি করতে পারেন ।

2. Draw Cartons
এই আপেও ঠিক একই রকম । এইখানেও কোন কোডিং কিংবা কোন ধরনের কম্পিউটার গ্রাফিক্স ছাড়াই আপনি শুধুমাত্র আপনার স্মার্টফোনটি দিয়ে একই নিয়মে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন ।

এখানে আপনি প্রতিটি গল্পের জন্য আলাদা আলাদা ক্যারেক্টার পাবেন এবং সেই ক্যারেক্টারগুলোকে দিয়ে আপনি পুরো একটা গল্প সাজাতে পারবেন । 

এইখানেও কার্টুন বানানো শেষ হয়ে গেলে আর নেই সেটিকে আপনার মেমোরী কার্ডে সেভ করতে পারবেন এবং ইচ্ছামতো জায়গায় শেয়ার করতে পারবেন । এই অ্যাপের মধ্যে কিছু প্রিমিয়াম ভার্সনও রয়েছে । আপনার চাইলে সে প্রিমিয়াম ক্যারেক্টারগুলোকে কিংবা স্পট গুলো কিনে নিতে পারেন ।

এতে আপনারা চাইলে এই অ্যাপটির premium .apk ভার্সনটা গুগল থেকে ইনস্টল করে নিতে পারবেন । যার ফলে আপনাকে আর টাকা দিয়ে কোন কিছু কিনতে হবে না । আগে থেকেই সকল প্রিমিয়াম ফাংশন গুলো আনলক করা থাকবে ।

এই অ্যাপটি দ্বারা থ্রিডি এনিমেশন তৈরি করা না গেলেও আপনি আপনার মনের মত করে কার্টুন গল্প তৈরি করতে পারবেন । অনেক বড়-বড় ইউটিউব চ্যানেল বর্তমানে আছে, যারা এই অ্যাপটি ব্যবহার করে প্রতিনিয়ত কার্টুন ভিডিও তৈরি করছে ।

আপনি চাইলে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন । এছাড়াও যারা নতুন তাদের জন্য এই cartoon maker android app টি খুব উপকারী । কারণ এই অ্যাপের ভেতর সকল ফাংশন বেসিক লেভেলের রয়েছে । যদিও এর কার্যকারিতা প্রফেশনাল লেভেলের মত  । 

আপনি চাইলে এখনই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ থেকে ইন্সটল করতে পারে আপনার এন্ড্রয়েড ফোনে ।

3. Toontastic


যখন অ্যান্ড্রয়েড ফোনের কথাই বলছি তখন Toontastic এর কথা না বললেই নয় । কার্টুন মেকিং-এর জন্য বর্তমান সময়ের একটি জনপ্রিয় অ্যাপ এটি ।

যদিও অনেক দিন থেকে এই অ্যাপটি অনেকে ব্যবহার করে আসছে তবে বর্তমান সময়ে এসে এর জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে । 

বেসিক লেভেলের হলেও এই অ্যাপটি ব্যবহার করে একটি কার্টুন স্টরি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে । এক্ষেত্রে কার্টুন বানানোর সময় আপনি চাইলে নিজের ভয়েস একজাস্ট মেন্ট করতে পারবেন । যে কোন ক্যারেক্টার ওইখান থেকে সিলেক্ট করতে পারবেন কিংবা আপনি চাইলে নিজেও ক্যারেক্টর তৈরী করতে পারবেন । 

আপনি চাইলে আপনার মেমোরী কার্ডে কার্টুন ভিডিও সেভ করতে পারবেন । চাইলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন । 

এই অ্যাপ এর মধ্যেও কিছু প্রিমিয়াম ভার্সন রয়েছে । আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার কার্টুন কে করবে আরো আকর্ষণীয় । 

কিন্তু যদি বেসিক লেভেল এর কার্টুন ডিজাইনার হয়ে থাকেন তাহলে প্রথমত আপনি ফ্রি ভার্সন টাই ট্রাই করতে পারেন ।

অ্যাপটির ফ্রী ভার্শন বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে । আপনারা চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটির নাম লিখে এখনই এই অ্যাপটি আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করতে পারেন । 

এই অ্যাপ এর টিউটোরিয়াল গুলো দেখে আপনি নিজে বানিয়ে ফেলতে পারবেন একটি পুরো কার্টুন স্টরি ।

4. TweenCraft


TweenCraft নামটি হয়তো আপনার নতুন শুনছেন না । কারন আপনারা যদি এর আগে কার্টুন মেকিং টিউটোরিয়াল সম্পর্কে কোন ধরনের রিসার্চ করে থাকেন, হোক গুগোল কিংবা ইউটিউবে । তাহলে আপনারা অবশ্যই TweenCraft এর সাথে পরিচিত । 

যদিও আপনারা এটার সাথে পরিচিত হলেও হয়তোবা এই অ্যাপটি ব্যবহার করে দেখেনি । কিন্তু আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে দেখেছি । এই অ্যাপটি একটি হাই কোয়ালিটি কার্টুন ভিডিও বানাতে সাহায্য করে । কিন্তু আমি এই অ্যাপটিকে চান নাম্বারে রেখেছি কারণ এই অ্যাপটিতে যে সমস্যাটা বারবার আমাকে বিরক্ত করেছিল সেটা হলো মোবাইল হ্যাং হয়ে যাওয়া ।

কারণ নরমাল কোয়ালিটির মোবাইল গুলোতে, যেগুলোতে Ram রয়েছে 3gb এর নিচে, সেই ফোন গুলোতে এই অ্যাপটি একটু সমস্যা করবে । এছাড়াও আরেকটি প্রধান সমস্যা হলো এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে । 

আপনারা চাইলে TweenCraft এপটি ব্যবহার করতে পারেন কারন এই অ্যাপ এর দ্বারা হাই কোয়ালিটি কার্টুন তৈরি করা যায় । যদিও এই অ্যাপটিতে আপনি নিজে থেকে কোন ক্যারেকটার তৈরি করতে গেলে অনেক এডভান্স লেভেলের কাজও জানতে হয় ।  

তাই আমি বলব যদি আপনার বেসিক লেভেলের ডিজাইনার হয়ে থাকেন তাহলে প্রথমত উপরে আমার দেওয়া অ্যাপস গুলো দিয়ে কার্টুন তৈরি শিখুন । তারপর যখন সেগুলোতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন এই অ্যাপটি দিয়ে কার্টুন বানানোর চেষ্টা করবেন ।

এতে করে আপনি প্রথমেই বিরক্ত হয়ে যাবেন না আমার মতো বরং ধীরে ধীরে উপরের দিকে উঠলে আপনি নিজেও নিজের দক্ষতা টা বুঝতে পারবেন । তাই আপনারা চাইলে এখনও আপনার এন্ড্রয়েড ফোনে এই অ্যাপটা ইন্সটল করে রাখতে পারেন ।

5. Plotagon Story


আপনারা জেনে অবাক হবেন যে এই অ্যাপটির জনপ্রিয়তা বাংলাদেশ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে । ইতিমধ্যেই অনেক বড় বড় ইউটিউবাররা এই অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করেছে এবং বাংলাদেশের মানুষের ব্যাপক ভালোবাসা অর্জন করছে । 

তেমনি একটি ইউটিউব চ্যানেলের উদাহরণ বগুড়ার আড্ডা । এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার আনুমানিক তিন লক্ষ । খুব তাড়াতাড়ি চ্যানেলটি জনপ্রিয়তা অর্জন করেছে এবং ওই চ্যানেলের প্রতিটি ভিডিও তৈরি করা হয়েছে এই অ্যাপটি দ্বারা । 

তাই আপনি যদি ইউটিউবকে প্রফেশনাল ভাবে নিতে চান শুধুমাত্র আপনার স্মার্টফোনের মাধ্যমে তাহলে আপনি চাইলে এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন । 

হাস্য-রসিকতা মূলক কার্টুন ভিডিও তৈরি করার জন্যই এই অ্যাপটি বাংলাদেশের বহুল জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু আমাদের দেশের বাইরের দেশগুলোতে এই অ্যাপটি দিয়ে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক কার্টুন তৈরি করা হয়ে থাকে । এমনকি বড় বড় কম্পানিতে প্রেজেন্টেশনের ক্ষেত্রেও এই কার্টুন মেকার অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে ।

এই এপটির কিছু বিশেষ ইতিবাচক ফিচারস গুলো হলো:  আপনি ইচ্ছামত ক্যারেকটার তৈরি করতে পারবেন, ইচ্ছামত স্পোর্ট নিতে পারবেন এবং ক্যারেক্টারকে ইচ্ছামত কর্মে নিয়োজিত করতে পারবেন । আপনারা চাইলে এই অ্যাপের কিছু প্রিমিয়াম ফিচার কিনে নিতে পারেন । 

তবে প্রথমত আপনি ফ্রি ভার্সন গুলো নিয়ে কাজ শুরু করেন । পরবর্তীতে যখন আপনি ইউটিউব জগতে সফলতা অর্জন করতে পারবেন, তখন বাকি প্রিমিয়াম ফিচারস গুলো পারচেস করবেন বলে আমার নির্দেশনা থাকবে ।

আপনি চাইলে এই অ্যাপটি এখনই স্টোর থেকে ডাউন লোড করতে পারেন এবং এই অ্যাপটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন । 

শেষ কথা
আশা করি আপনি হয়তো আমার এই পুরো আর্টিকেলটি পড়েছেন এবং হয়তোবা এ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পেরেছেন যে কোন অ্যাপটি আপনি কার্টুন তৈরি করার জন্য ব্যবহার করবেন । 

আপনারা যদি আমার মতামত শুনতে চান তাহলে আমি বলব উপরে দেওয়া পাঁচটি অ্যাপই আপনারা ব্যবহার করে দেখতে পারেন । কারণ কোন অ্যাপে খারাপ নয় । তবে যদি আমাকে বিশেষভাবে বলতে বলেন তাহলে আমি বলব platogan story অ্যাপটা ব্যবহার করতে । বিশেষ করে বেসিক লেভেল এর জন্য ।

কারণ এই অ্যাপটি দিয়ে আপনারা একদম অ্যাডভান্স লেভেলের কার্টুন তৈরি করতে পারবেন । 

এই কথা আমি বলছি কারন আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করেছি এবং অনেক দিন যাবত এই অ্যাপটি দিয়ে কার্টুন বানিয়ে কাজ করেছি । তাই আমার অভিজ্ঞতা থেকে বললাম । আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন ।

বন্ধুরা, আশা করি আমার এই আর্টিকেলটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন । যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । 

আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব । সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন এবং AllAcquire.xyz এর সাথে থাকুন । 

আর হ্যাঁ, পরবর্তী আর্টিকেলটি কি সম্পর্কিত পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন । আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করব । আসসালামু আলাইকুম ।

Next Post
No Comment
Add Comment
comment url