আমাজন নদীর উপর দিয়ে কেন কোন ব্রিজ তৈরি হয়নি

হেই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হলিউড চলচ্চিত্রে বিশাল আকারের ভয়ানক প্রাণী দেখেছেন । যেমন অ্যানাকন্ডা । আর হয়তো আপনারা এটাও জানেন যে এই বিশাল আকারের সাপ একজন আস্ত মানুষকে গিলে নিতে পারে । এবং তাদেরকে পাওয়া যায় এক বিশাল আকার জঙ্গলে যাকে আমরা অ্যামাজন নামে চিনি । আমাদের পৃথিবী বহু রহস্যে ঘেরা ।

AllAcquire.xyz
Rainforest

কয়েক লক্ষ বছর চেষ্টা করেও সব রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি । আর ভবিষ্যতেও সম্ভব হবে না । আর এই রহস্যের মধ্যে একটি হলো আমাজন জঙ্গল । আর তার সঙ্গে জড়িত অ্যামাজন নদী । আপনারা এই পর্যন্ত আমাজন জঙ্গল সম্পর্কিত অনেক গল্প শুনেছে । এখানকার ফুটন্ত নদীর কথা শুনেছেন, যেখানকার জল 24 ঘন্টা টগবগ করে ফুটতে থাকে । এই জঙ্গলে চলন্ত গাছ এর কথা শুনেছেন, যে কাজটি ওয়াকিং ট্রি নামে পরিচিত । আর অ্যানাকন্ডার মত বিশাল সাপের গল্প তো নিশ্চয়ই শুনেছেন । 


কিন্তু আজকে তোমার অজানার এর এই ভিডিওটিতে আমি এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যার অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে নেই । আর সেটা হলো সেতু অর্থাৎ ব্রিজ । বর্তমান মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা সমুদ্রের বুকেও ব্রিজ নির্মাণ করতে সফল হয়েছি ।


কিন্তু আমাজন নদীতে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে সেখানকার সরকার ব্রিজ নির্মাণ করতে ভয় পাচ্ছে ?। কারণ ইঞ্জিনিয়াররা যদি সমুদ্রের মতো জায়গাতে ব্রিজ নির্মাণ করতে পারে তাহলে নদীর উপর ব্রিজ নির্মাণ করা তাদের কাছে খুবই সহজ ব্যাপার ।


তাহলে কেন আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তারা । এর পেছনের গোপন রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো । তো চলুন শুরু করা যাক ।


প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন প্রয়োজনের কারণে নদী পাড়ি দিয়ে এসেছে । কিন্তু প্রযুক্তির কল্যাণে এই কঠিন কাজটিকে মানুষ সহজ করে নিয়ে এসেছে । যখন কোন নদী দুটি দেশ বা শহরকে বিভক্ত করে তখন এ সেতুই একমাত্র মাধ্যম যে দুটি দেশ বা শহরের মিলন ঘটায় । এবং ভ্রমণের দূরত্বকে কমিয়ে নিয়ে আসে ।


বর্তমানের মানুষ এমন উন্নতির চরম শিখরে পৌঁছেছে যে সমুদ্রের নিচেও টানেল নির্মাণ করতে সক্ষম হয়েছে । এমনকি সমুদ্রের মাঝেও ব্রিজ নির্মাণ করতে পিছুপা হাঁটেনি । তাহলে এই নদীর মধ্যে কি এমন ভয়ানক জিনিস লুকিয়ে রয়েছে যা ব্রিজ নির্মাণে বাধা সৃষ্টি করছে ?। 


আসলে আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ না করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে । এই কারণগুলো জানার পূর্বে আমাদের আগে জানতে হবে আমাজন নদী এত স্পেশাল কেন?। অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় রেইনফরেস্ট । আর রেনফরেস্ট মানে, যে বনাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় । আর সারাবছর অরন্যের গাছগুলোর পাতা সবুজ থাকে   এই ঘন বনাঞ্চলটি প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার থেকেও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ।


যদি এই রেনফরেস্ট একটি দেশ হতো তাহলে বিশালতার দিক থেকে এটি বিশ্বের নবনতম দেশ হতো । আরো একটু স্পষ্ট করে বললে ব্রিটেন এবং আয়ারল্যান্ডকে 17 বার এই জঙ্গলে রাখার মত জায়গা আছে । আর বাংলাদেশকে 35 বার । এমনকি ভারত বর্ষের মত বড় দেশকেও দুইবার রাখা যাবে । 


এই জঙ্গলটি প্রায় 6 কোটি বছর পুরনো । অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় । কারণ প্রতিদিন পৃথিবীর মোট কুড়ি শতাংশ অক্সিজেন উৎপন্ন হয় আমাজন জঙ্গলের বিস্তীর্ণ গাছপালার জগত থেকে । আর এই জঙ্গলের বুক ভেদ করে বয়ে চলেছে আমাজন নদী । আর এই অ্যামাজন নদী এখনো পর্যন্ত মানুষের কাছে একটা বড় বিস্ময় । আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী যার দৈর্ঘ্য প্রায় 6 হাজার চারশো কিলোমিটার । 


কিন্তু ব্রাজিলের সরকার অফিশিয়ালি ঘোষণা করেছে, পৃথিবীর সব থেকে বড় নদী আমাজন-ই । কিন্তু এটা ভুল । কারণ পৃথিবীর সব থেকে বড় নদীনদ । নীল নদের দৈর্ঘ্য প্রায় 6 হাজার 693 কিলোমিটার ।


অ্যামাজন নদী ব্রাজিল-বলিভিয়া-কলম্বিয়া-ইকুয়িডর এবং পেরুর মধ্য দিয়ে বয়ে পেরুর আন্দিজ পর্বতমালা হয়ে সোজা আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে । সমুদ্রে যত পরিমাণ মিষ্টি জল যায় তার মধ্যে প্রায় কুড়ি শতাংশ মিষ্টি জল আমাজন নদী একাই যোগান দিয়ে থাকে । অ্যামাজন জঙ্গলের আসে পাশে নয়টি দেশ মিলিয়ে প্রায় তিন কোটি মানুষ বসবাস করে ।


এই দেশগুলি হলো ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলার, আর সুরিনাম । আমাজন জঙ্গলে বর্তমানের হিসাবের মধ্যে এখানে প্রায় 300 এরও বেশি উপজাতি রয়েছে । এরা এখনও তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে । আধুনিক বিশ্বের ধরাছোঁয়ার বাইরে এইসব উপজাতিরা বাস করে । চলুন এবার আসা যাক মূল প্রসঙ্গে ।


অ্যামাজন জঙ্গলের আসে পাশে যখন এত বিশাল পপুলেশন রয়েছে তাহলে কি সেখানে উন্নয়নের প্রয়োজন নেই?। সেইখানকার জনগণকে কি আশেপাশে নয়টি দেশের সঙ্গে জোড়ার কোন প্রয়োজনই নেই?। বন্ধুরা, বর্তমানে আমরা মেশিন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে বাস করছি ।


একের পর এক পাহাড় নদী সমুদ্রের মতো দুর্গম জায়গাতেও ব্রিজ নির্মাণ করে চলেছি । যেটা আজ থেকে 100 বছর পূর্বে মানুষের কাছে কেবলমাত্র কল্পনা ছিল । কিন্তু আমাজন জঙ্গলে একটা ব্রিজ নেই । আধুনিক বিশ্বের মডার্ন টেকনোলজির যুগে এটা সত্যিই আজব বলে মনে হয় । আসল প্রশ্ন হল অ্যামাজন নদীর উপর কি আদৌ ব্রিজ নির্মাণ করা সম্ভব?। 


আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা অনেক ঝুঁকিপূর্ণ । এর মধ্যে সবথেকে বড় রিক্স হলো ওখানকার ওয়েদার ।  কারণ শুষ্ক আবহাওয়ার কারণে এখানকার নদী স্বাভাবিক থাকে । চওড়া হয় না । কিন্তু যখনই বর্ষার আবহাওয়া আসে তখনই সমস্যা সৃষ্টি হয় । নদীর জল তখন ত্রিশ মাইল অব্দি বেড়ে যায় মানে । মানে, শুষ্ক আবহাওয়ায় যদি তিন মাইল ক্রসিং থাকে বর্ষার সময় সেটি ত্রিশমাইল বেড়ে যায় ।


এখন হয়তো আপনি ভাবছেন, এর মধ্যে অবাক হওয়ার কি আছে?। বর্ষার ওয়েদারে তো সব নদীই চওড়া হয়ে যায় । কিন্তু আমাজন নদীর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন । যখন এখানে বৃষ্টি হয় তখন জলেশ্বর এতই বেড়ে যায় যে কেউ সঠিকভাবে বলতে পারেনা কোন দিকের কিনারা ডুবে যাবে, আর কোন দিকের কিনারা বেঁচে থাকবে । অতএব সবথেকে বড় সমস্যা হলো ব্রিজ টাকে আসলে কোন স্থানে নির্মাণ করা হবে তার সঠিকভাবে বলা সম্ভব হয়না ।


কল্পনা করুন, ওইখানকার সরকার একটি ব্রিজ নির্মাণ করে ফেলল । কিন্তু বর্ষার সময় ব্রিজের দুই অংশই ডুবে গেল । ব্রিজের দুই অংশ ডুবে যাওয়া মানে যাতায়াত সম্ভব হবে না । এখন ব্রিজটি তাহলে কি কাজে আসবে ?। 


আসলে ব্রিজটি তখন ইউজলেস হয়ে যাবে । আরেকটি সমস্যা হল আমাজন নদীর কিনারা নরম মাটি দিয়ে গঠিত । যেটা জলের ঢেউ এর সাথে সাথে কমবেশি হতে থাকে । তবে বর্তমানে আধুনিক টেকনোলজির সাহায্য নিয়ে এই সমস্যার মোকাবেলা করে ব্রিজ নির্মাণ করা সম্ভব । তাহলে আমাজন নদীতে কেন একটা ব্রিজ নেই ?।


স্পষ্টভাবে বলতে হলে বলা যায় আমাজন নদীতে ব্রিজের কোনো প্রয়োজনই নেই । এর প্রধান কারণ হলো ওখানকার জনবসতি ততটা ঘন নয় । সেখানকার জনবসতি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তাই এখানকার রাস্তাঘাট অনেক কম । প্রায় না বললেই চলে । আর এই নদী হলো তাদের জন্য হাইওয়ে ।


এই কারণে ওখানকার জনগণ ট্রাভেলের জন্য গাড়ি-বাইক এর পরিবর্তে ওডেল ব্যবহার করে থাকে । অ্যামাজন নদীর বুকে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরও একটি কারণ হলো ওখানকার ভয়ঙ্কর জীব-জন্তু । পূর্বেই বলেছিলাম এই নদীতে অ্যানাকোন্ডারের মতো ভয়ঙ্কর প্রাণীরা বাস করে । যারা একজন মানুষকে গিলে খেয়ে নিতে পারবে । এই কারণে অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা বিপদজনক ।


হয়ত এই কথাগুলো ভেবেই সেখানকার সরকার ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে কোনো রকম স্টেপ নিচ্ছেনা । আমাজন নদীতে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরেকটি কারণ রয়েছে । এক্সপার্টদের মতে যদি এই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয় তাহলে এখানে জনবসতি গড়ে উঠবে । যার ফলে বনাঞ্চল নষ্ট করে নগর ও শিল্পাঞ্চল গড়ে উঠবে । ফলে এখানে বসবাসকারী বন্যপ্রাণীরা সংকটে পড়বে ।


অ্যামাজন জঙ্গলে কমপক্ষে 40 হাজার প্রজাতির গাছ রয়েছে, তিন হাজার প্রজাতির মাছ রয়েছে, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ রয়েছে, অ্যামাজন জঙ্গলের পেরুর অংশে একটিমাত্র গেছে প্রায় 43 হাজার প্রজাতির পিপড়ে পাওয়া গেছে । তাহলে ভাবুন যদি মানবজাতি সম্পূর্ণরূপে এখানে বসতি করে, তাহলে অ্যামাজনের জীব-বৈচিত্র দুতবলিন হয়ে যাবে ।


আর যদি এখানকার অরণ্য ধ্বংস হয়ে যায়, তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে । মানবজাতিও সংকটের মধ্যে পড়বে । কারণ পৃথিবীর 20 শতাংশ অক্সিজেন অ্যামাজন জঙ্গল একাই উৎপন্ন করে । এছাড়াও অ্যামাজন জঙ্গলের নদীর জল সবথেকে বিশুদ্ধ । আর এটাই মূল কারণ, যে সরকার এবং এক্সপার্টরা যখানে ভয়ই পায় সেখানে ব্রিজ নির্মাণ করা যাবে কিভাবে । তবে এমন নয় যে এখানে কখনোই ব্রিজ নির্মাণ করা হয়নি ।


2010 এ ব্রাজিল সরকার অ্যামাজনের একটি শাখা নদী লিঔনিগ্রর ওপর 11 হাজার 795 ফুট লম্বা কেবিল ব্রিজ নির্মাণ করে । এই ব্রিজটি হলো অ্যামাজন রিজনের একমাত্র ব্রিজ তবে টেকনিক্যালি এই ব্রিজটি অ্যামাজনের মেন রিজন এর মধ্যে পড়ে না । তাই সবাই ভেবেছিল এই ব্রিজটি নির্মাণ করলে, আমাজন জঙ্গলের কোন ক্ষতি হবে না । এই ব্রিজটির কারণে দুটি শহরের মানুষ খুবই খুশি ।


এই ব্রিজটি তাদের কাছে যেন কোন অলৌকিক  জিনিস । কারণ পূর্বে বটে চেপে নদী ক্রস করতে হতো । সেখানে এই বৃষ্টির কারণে মানুষ অনেক স্বস্তি পায় । তবে বিশেষ করে বর্ষার সময় এই নদীটি ক্রস করা অনেক বিপদজনক হয়ে যায় । 


তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কেন আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়নি । আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কি আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে এবং যদি সেটা হয় তাহলে এখানে জনবসতি পুরোপুরি ভাবে গড়ে উঠলে এর ফলাফল কি ঘটতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন । আর ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ।


আর হ্যাঁ, তোমার অজানা চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে । সর্বশেষ থ্যাংকস ফর রিডিং । । stay happy stay Good ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url